|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে অস্ত্র-গুলি উদ্ধারসহ গ্রেপ্তার এক
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অত্যাধনিক ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের সময় উপজেলার সলিমপুর ইউনিয়নের কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর পেছনে রেল লাইনের পূর্ব পাশে রাস্তার উপর হতে তাকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী হলেন, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার সলিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সমদরপাড়া এলাকার মৃত আবুল কাশেম এর পুত্র শীর্ষ সন্ত্রাসী আব্দুর বারেক প্রকাশ পিয়ারু (৪০)। এসময় পুলিশ গ্রেপ্তারকৃত আসামীর দেহ তল্লাশী করে ১টি অত্যাধনিক ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। এছাড়া গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় অস্ত্র, ডাকাতি, দুস্যতা, পুলিশ আক্রান্ত, নাশকতা, বিস্ফোরক দ্রব্যাদিসহ মোট ৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলিমপুর ইউনিয়নের কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর পেছন থেকে শীর্ষ সন্ত্রাসী পিয়ারু কে অস্ত্র ও দুই রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.