|| ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের আনন্দ মিছিল
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৩
আজ বুধবার সন্ধ্যা ৭ঘটিকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপর
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিলটি ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন,
ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা।
আরো উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ, ধনবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ,ধনবাড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান শামসুল হুদা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেলাল, জেলা পরিষদের সদস্য তোফাজ্জল হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ
আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ
ইকবাল হোসেন তালুকদার , ধনবাড়ী পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল ,কাউন্সিলর মীর আব্দুর রাজ্জাক মেহফুজ , উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুরুল হক নুরু, ধনবাড়ী উপজেলার যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক নাছিরুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম পাভেল, ধনবাড়ী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মশিউর রহমান মিন্টু, কামরুজ্জামান সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
মিছিল শেষে ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগ সকল নেতাকর্মীকে সর্তক থাকার জন্য আহবান জানান ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.