|| ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
তফসিলকে স্বাগত জানিয়ে ড. মহীউদ্দীন খান আলমগীরের সমর্থনে কচুয়ায় আনন্দ মিছিল
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে শুভে”ছা, অভিনন্দন ও তফসিলকে স্বাগত জানিয়ে কচুয়া উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে ¯স্থানীয় সংসদ ড. মহীউদ্দীন খান আলমগীরের অনুসারীরা আনন্দ মিছিল বের করে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে পৌর বাজারসহ বাইপাস সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে পথ সভায় মিলিত হয়।
মিছিলে অংশ গ্রহণকারীরা শেখ হাসিনার সরকার, বার বার দরকার। ৭ তারিখ শুভদিন নৌকা মার্কায় ভোট দিন। যোগ্য নেতা আলমগীর ভাই, নৌকা মার্কায় তাকে চাই। আলমগীর ভাইয়ের বিকল্প কচুয়ায় আর কেউ নাই।
আলমগীর ভাই, আলমগীর ভাই, নৌকা মার্কায় পুনরায় তাকে চাই। ৭১’র হাতিয়ার গর্জে উঠুক আরেক বার। শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই। এমনি শ্লোগানে মুখরিত হয়ে উঠে পৌর এলাকা।
পথ সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সহসভাপতি ও পৌর কাউন্সিলর মো. কামাল হোসেন অন্তর, গাজী কামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সৈয়দ রবিউল ইসলাম রাছেল, সভাপতি ইঞ্জিনিয়ার বাদল, পৌর স্বে”ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সদস্য সাইফুল ইসলাম সোহাগ, পৌর স্বে”ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন সম্রাট যুবলীগ নেতা গাজী ফারুক, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা প্রধান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন লিটন, যুবলীগ নেতা ইউছুফ, আবু সাঈদ খান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইউনিয়ন স্বে”ছাসেবক লীগের আহবায়ক সাইফুল ইসলাম রিয়াদসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক।
একইদিন উপজেলার রহিমানগর বাজারে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সফিক চৌধুরীর নেতৃত্বে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সমর্থনে একটি আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি রহিমানগর শেখ মজিবুর রহমান ডিগ্রি কলেজের সামনে থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে এসে পথ সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সফিক চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি প্রিন্স মাহবুবে রাব্বানী মানিক, উপজেলা যুবলীগের সদস্য নাছির উদ্দিন ডায়মন্ড, আওয়ামী লীগে নেতা ফখরে আলম মুন্সি, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম, ইউপি সদস্য মাসুদ আলম, যুবলীগের নেতা দেলোয়ার হোসেন প্রধান।
ছবি ১: কচুয়ায় ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সমর্থনে সর্বস্তরের জনগণে পক্ষে আনন্দ মিছিল।
ছবি ২: তফসিলকে স্বাগত জানিয়ে রহিমানগর বাজারে আনন্দ মিছিল।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.