|| ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় তফসিলকে স্বাগত জানিয়ে জাসদের মিছিল
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। তফসিল ঘোষণার পর গত বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
তারই ধারাবাহিকতা তফসিলকে স্বাগত জানিয়ে জাসদ ছাগলনাইয়া উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের ডাকবাংলো থেকে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল ৩ টায় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ, কেন্দ্রীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নুর, উপজেলা জাসদ সাংগঠনিক সম্পাদক ডা. আবদুল্লাহ রিপন, সিনিয়র সহ-সভাপতি সিরাজুদ্দৌলা পাটোয়ারী, সহ-সভাপতি মাহমুদা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক আসমাউল হোসনা, মহামায়া ইউনিয়ন জাসদ সাধারণ সম্পাদক কাজী মোতাহের হোসেন সাইফুল সহ উপজেলা জাসদের সর্বস্তরের নেতাকর্মী।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.