|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
বিজয় দিবসে দুবাইতে অনুষ্ঠিত হবে তারকা মেলা
প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৩
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বাংলাদেশি তারকা মেলা। বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের প্রতি সরমান প্রদর্শনী করা হবে।
বাংলাদেশের চলচ্চিত্র হাওয়া, পরাণ, প্রিয়তমা, সুরঙ্গ এই চারটি চলচ্চিত্রে অভিনীত বিশেষ তারকাদের সম্মাননার পাশাপাশি চলচ্চিত্র, নাটক, সংগীত ও বিনোদন সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় মনোনিত ব্যক্তিদের সম্মাননা দেওয়া হবে এই মেলায়।
অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছে ফ্রেন্ডস ভিউ এড মিডিয়া অ্যান্ড ইভেন্টসের একটি প্রতিষ্ঠান।
জানা যায়, অনুষ্ঠানটিতে পুরস্কার গ্রহণ করবেন ১৫ জন তারকা শিল্পী। তারকাদের মধ্যে রয়েছেন- মনোয়ার হোসেন ডিপজল, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, চঞ্চল চৌধুরী, আরফান নিশো, আসিফ আকবর,জায়েদ খান, মেহজাবিন, তানজিন তিশা, মুশফিক ফারহান, তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, কোনাল, ইধিকা পাল ও মিষ্টি জান্নাত।
এছাড়া, বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, নৃত্য শিল্পী, ফ্যাশন তারকাসহ একাধিক পারফর্মার এ অনুষ্ঠান উপস্থিত হয়ে মাটটি মাতাবেন।
এই অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কন্স্যুলেটসহ এশিয়া অঞ্চলের সংস্কৃতিক জগতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করা হয়েছে।
দুবাইয়ের ক্রাউন প্লাজায় আয়োজিত অনুষ্ঠান ৬ শতাধিক ব্যক্তিরা আমন্ত্রিত হয়ে সরাসরি উপভোগ করবেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.