|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবার
প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌর সদরের ১নং ওয়ার্ড আলমনগর মধ্য পাড়ার কান্দাবাড়ীর সুলতান মিয়ার ছেলে জয়নালের ঘরে গতকাল মঙ্গলবার সকাল এগারো টায়
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্হ পরিবার। জয়নাল মিয়ার ঘরের আগুন নিয়ন্ত্রণ হয়ে একটি চৌচালা টিনের ঘর রান্নাঘর ও খড়ের পারা(খড়ের গাদা) পুড়ে যায়,
এ সময় ঘরটি তালাবদ্ধ ছিল, ঘরে থাকা নগদ দুই লক্ষ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র সহ প্রায় বিশ ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্হ পরিবার
পরবর্তীতে আগুন প্রতিবেশী সেজত মিয়ার ঘরেও ছড়িয়ে পড়ে তৎক্ষণাৎ চোখের পলকে সেজত মিয়ার একটি বিটপাকা ঘর, রান্নাঘর, ঘরে থাকা টাকা, স্বর্ণালঙ্কার সহ বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়,
আগুন লাগার খবরে মসজিদে মাইকিং করে লোকজন জড়ো হয়ে তিনঘণ্টার চেষ্টায় স্থানীয় এলাকাবাসী ও নবীনগর ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্থ সেজত মিয়া বলেন আমি নিঃস্ব হয়ে গিয়েছি।আমি সরকার, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা চাই।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবপ্রতপাল বলেন গাড়ি চলাচলের ব্যবস্থা না থাকায় আমরা আমাদের অত্যাধুনিক কোন সুবিধা ব্যবহার করতে পারিনাই "তবে এখন আগুন নিয়ন্ত্রণে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.