|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় এমপি শাওনের আনন্দ মিছিল
প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় ভোলার লালমোহনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদিক্ষণ করে বাজারের মোল্লা জামে সমজিদের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনায় এমপি শাওন বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় লালমোহন-তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামী পরিবার ঐক্যবদ্ধভাবে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে প্রচারণা চালিয়ে প্রতিযোগিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো এই ভোলা-৩ আসনটি উপহার দিব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদারসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য বুধবার সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। ৩০ নভেম্বর মনোনয়ন দাখিল। যাচাই ১-৪ ডিসেম্বর। প্রত্যাহার ১৭ ডিসেম্বর। প্রতিক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.