|| ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
তফসিল ঘোষণার প্রতিবাদে জাবিতে ছাত্রদলের তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল
প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৩
বিএনপি'র পঞ্চম দফায় সারা দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ বুধবার সন্ধ্যা ৭ টার সময় মিছিলটি অনুষ্ঠিত হয়।মিছিলটি বিশ্ববিদ্যালয় প্রান্তিক প্রান্তিক গেট(১নং) থেকে শুরু করে বিশমাইল নতুন ট্রান্সপোর্ট এসে শেষ হয়। অবৈধ সিসি কর্তিক তফসিল ঘোষণার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
সাবেক ১ নং সহ-সভাপতি মো : নবীনূর ইসলাম নবীনের নেতৃত্বে সন্ধ্যা ৭টায় সময় এ কর্মসূচি পালিত হয়। এ সময় শাখা ছাত্রদলের অন্যতম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম আহমেদ অনিক, মোহাম্মদ মেহেদী হাসান (যুগ্ন- আহবায়ক মুজিব হল), মো: হুমায়ুন হাবিব হিরন (যুগ্ন- আহবায়ক মুজিব হল) , ছাত্র নেতা মশিউর রহমান রোজেন, জর্জিস মাহমুদ ইব্রাহিম (যুগ্ন- আহবায়ক আল বিরনী হল) সহ আরো ৮ -১০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছাত্রদলের এই সাবেক ১নং সহ-সভাপতি মো: নবীনূর ইসলাম নবীন বলেন, আমারা বর্তমানে ফ্যাসিবাদী ভোট চোর সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছি।আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে চালিয়ে যাব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত যে যেকোনো কর্মসূচি বাস্তবায়ন করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.