|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ভৈরবে মতবিনিময় সভা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, এমপি
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
ভৈরব পৌর এলাকার আমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মজনু মিয়া'র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাপ্তাহিক সময়ের দৃশ্যপট সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন কাজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেফাত উল্লাহ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডা. মুহাম্মদ মিজানুর রহমান কবির, পৌর আওয়ামী লীগের সভাপতি এস.এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, পৌর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এ.কে.এম নাজমুল হক, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক মস্তো মিয়া, সাংগঠনিক সম্পাদক মুর্শিদ মিয়া, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান, মহিলা সভানেত্রী মাহবুবা ইসলাম, সাধারণ সম্পাদক রত্না বেগম, যুবলীগের সাধারণ সম্পাদক রাফিজুল ইসলাম সানজিদ, ভৈরব উপজেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. আওয়াল চৌধুরী, ভৈরব উপজেলা মাইক্রোবাস চালক শ্রমিক লীগের সভাপতি উবায়দুল্লাহ সরকার রাহাত, সাধারণ সম্পাদক মো. শাহীন আলম, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মহর আলীসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম শিমুল।
এর আগে তিনি সকালে পৌর এলাকার ১১নং ওয়ার্ডের হাজী আব্দুল হক মিয়ার বাড়ির সামনে এবং বিকালে ভৈরব মেঘনা ফেরিঘাটে নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। এসব মতবিনিময় সভায় নৌকা মার্কায় ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.