|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সাভার ডায়াবেটিস সেন্টার ফ্রী মেডিকেল ক্যাম্প
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৩
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ মঙ্গলবার সাভার ডায়াবেটিস সেন্টার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। ক্যাম্পটি সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দেন। এ ছাড়া ডায়াবেটিস পরীক্ষা ফ্রি করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার ডায়াবেটিস সেন্টার ব্যবস্থাপনা পরিচালক ডা: নাহিদ রেজা।
এ সময় হাসপাতালের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা চেম্বারে ফ্রি রোগী দেখেন। এছাড়া ফ্রি হেলথ চেকআপসহ প্যাথলজি পরীক্ষায় মেডিকেল ক্যাম্প উপলক্ষে ৩০% বিশেষ ছাড় দেওয়া হয়। দেশের বিভিন্ন এলাকা সাধারণ মানুষ ও রোগীরা ফ্রি এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নেয়।
মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল ফাত্তাহ, ডা. মোঃ শহীদুল্লাহ , ডা.রোজিনা বেগম (রোজী), গাইনি ও স্ত্রী রোগ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার আহমেদ, ডাঃ ফারজানা আব্দুল্লাহ , চর্ম, যৌন ও এলার্জি এবং ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন।
সাভার ডায়াবেটিস সেন্টার ব্যবস্থাপনা পরিচালক ডা. নাাহিদ রেজা বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সাধারণ মানুষের জন্য বিভিন্ন দিবসে এ ধরনের ক্যাম্পের আয়োজন করে থাকি। আমরা মহান ১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবসে উপলক্ষে ১ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করছি। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টা থেকে ৫ পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগী দেখবেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.