|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৩
"ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন"প্রতিপাদ্য সামানে রেখে ফরিদপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৪ নভেম্বর)২৩ইং তারিখ মঙ্গলবার সকল ৯টায় ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গন হতে একটি শোভাযাত্রা বের হয়ে হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ভবন নং ২, লেকচার হল-৩, নবম তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মোঃ শাহজাহান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দীকুর রহমান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ আ.স.স. জাহাঙ্গীর চৌধুরী টিটো, অধ্যাপক এম. এ. সামাদ, ডাঃ মোঃ মোসলেম উদ্দিন, অধ্যাপক আব্দুল হামিদ মোল্লা প্রমূখ।
ডায়াবেটিস বিষয়ে সচেতনতামূলক মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ খলিফা মাহমুদ ওয়ালিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মারজানুল হক ও ডাঃ সানজানা আহমেদ। দিবসটি উদযাপন উপলক্ষে জনগনকে সচেতন করতে পোষ্টার লাগানো, লিফলেট বিতরন, মাইকিং ইত্যাদি করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.