|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নৌকা দেবে স্মার্ট বাংলাদেশ ,খুলনা জনসমুদ্রে শেখ হাসিনা
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৩
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা স্বাধীনতা দিয়েছে, নৌকা উন্নয়ন দিয়েছে। নৌকাই দেবে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ। গতকাল বিকালে খুলনা সার্কিট হাউস ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসমুদ্রে তিনি এসব কথা বলেন। সার্কিট হাউস ময়দান ছাড়িয়ে গতকাল গোটা খুলনা মহানগরী জনসমুদ্রে রূপ নেয়।
শেখ হাসিনা বলেন, ২৪টি প্রকল্পের উদ্বোধন করলাম। আরও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। এ কাজগুলো যেন সমাপ্ত করতে পারি সেজন্য সুযোগ চাই। তিনি সমবেত জনতার উদ্দেশে বলেন, আজকের উপস্থিতিই প্রমাণ করে আপনারা আমাকে কত ভালোবাসেন।
এই জনসমুদ্রে যাদের দেখতে পাচ্ছি এবং আশপাশে যারা আছেন, যাদের দেখতে পাচ্ছি না তারাও আমার হৃদয়ে আছেন। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা।
বারবার ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, এজন্যই এই বদলে যাওয়া বাংলাদেশ। উন্নয়নের রোল মডেল বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে চলতে পারে।
আজকের বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়ার বাংলাদেশ। তিনি বলেন, নৌকায় ভোট দিলে স্মার্ট জনগোষ্ঠী হবে, স্মার্ট সরকার হবে, স্মার্ট অর্থনীতি হবে, স্মার্ট সমাজ হবে। জাতির পিতার স্বপ্ন পূরণ করে বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা তৈরি করব। শেখ হাসিনা বলেন, বারবার আপনাদের সেবা পাওয়ার সুযোগ পেয়েছি। আমার চাওয়ার কিছু নেই।
মা-বাবা সব হারিয়েছি। তবুও আমি ফিরে এসেছি। তিনি বলেন, যে মানুষগুলোর ভাগ্য গড়ার জন্য আমার বাবা সারাজীবন কষ্ট করেছেন, আমি তাদের ভাগ্য গড়তে চাই। ক্ষুধা দারিদ্র্য দূর করে উন্নত জীবন দিতে চাই। দেশের মানুষ ভালো থাকলে সেটাই আমার পাওয়া। বিকাল ৩টা ১৯ মিনিটে জনসভা মঞ্চে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই তিনি ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকাল ৪টা ১০ মিনিটে তিনি বক্তৃতা শুরু করেন। বিএনপিকে নেতৃত্বহীন দল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময়ে একটা বিষয় নজরে রাখতে হবে। বিএনপি জামায়াত ২০০৮ সালেই ৩০টি সিট পেয়েছিলো। তারা জানে যে, তাদের নেতা নেই। মুণ্ডুহীন একটা দল। একটা পলাতক আসামি, একটা কারাগারের আসামি। সেই দল এই দেশের নির্বাচন হতে দিতে চায় না। একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। প্রধানমন্ত্রী বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে- কেউ যদি ওই গাড়ি আর মানুষকে আগুনে পোড়াতে চেষ্টা করে ওই হাত ওই আগুনে পুড়িয়ে দেবেন। উপযুক্ত শিক্ষা দিয়ে দেবেন। যেন আর কেউ সাহস না পায় এভাবে মানুষের ক্ষতি করতে। এ সময় জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশে থেকে সহযোগিতা করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, আমি দেখেছি সেই পোড়া মানুষগুলো দুরবস্থা। চোখে পানি রাখা যায় না। ওদের মধ্যে মনুষ্যত্ববোধ নেই। কীভাবে পুলিশকে হত্যা করেছে, সাংবাদিকদের পিটিয়েছে। ওই ধরনের ঘটনা যাতে আর ঘটাতে না পারে, সেজন্য প্রতিটি এলাকায় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মানুষের নিরাপত্তা দেবেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আপনারা নিরাপত্তা দেবেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বিএনপির কাজ হলো আগুনে মানুষ পুড়িয়ে মারা। ২৮ অক্টোবর কীভাবে পুলিশকে পিটিয়ে পিটিয়ে মেরেছে। ৪৫ জন পুলিশকে আহত করেছে। রাজারবাগে হাসপাতালে হামলা করেছে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। রোগীদের ওপর হামলা করেছে। এদের মধ্যে এতটুকু মনুষ্যত্ব নেই। অন্তঃসত্ত্বাসহ অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে, যা তারা শুরু করেছিল অতীতে। নির্বাচন বন্ধ করতে তখন হাজার হাজার স্কুল পুড়িয়েছিল, সরকারি-বেসরকারি অফিস পুড়িয়েছিল, কিন্তু নির্বাচন বন্ধ করতে পারেনি। জনগণ বাধা দিয়েছে। তারা সফল হয়নি।
প্রধানমন্ত্রী বলেন, ওই সন্ত্রাসী দল বিএনপি-জামায়াত জোট তারা মানুষের জন্য কাজ করে না। একজন এতিমের টাকা আত্মসাৎ করে কারাগারে। আর একজন মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বলে লন্ডনে বসে দুর্নীতির টাকা দিয়ে চলছে। আর এখানে আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছে। ফিলিস্তিনে ইসরায়েল যেমন বর্বর হাসপাতালে হামলা করেছে, বিএনপিও একই কায়দায় হাসপাতালে হামলা করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে হাসপাতালে আক্রমণ করেছে, তেমনি বিএনপিও একই কাজ করছে। বিএনপি ইসরায়েলের কাছ থেকে মনে হয় শিক্ষা নিয়েছে।
আওয়ামী লীগ সরকার ছাড়া আর কোন সরকার শ্রমিকদের বেতন বাড়িয়েছে জানতে চেয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি দেখি গার্মেন্ট শ্রমিকরা আন্দোলন করে, তাদের কাছে আমার প্রশ্ন- ১৯৯৬ সালে ক্ষমতায় এসে দেখি মজুরি ছিল মাত্র ৮০০ টাকা। আমি সেটা বাড়িয়ে ১৬০০ টাকা করেছিলাম। বিএনপি ও খালেদা জিয়া ক্ষমতায় থাকতে তো এক টাকাও বাড়ায়নি। জিয়া-এরশাদও বাড়ায়নি। সেটুকু বাড়িয়েছে আওয়ামী লীগ সরকার। প্রথমবার ৮০০ থেকে ১৬০০। দ্বিতীয়বার সরকারে এসে ১৬০০ টাকা থেকে ৩২০০ টাকা বাড়িয়েছিলাম। এরপর আবার তৃতীয় দফায় ৫ হাজার ৩০০ টাকা করেছিলাম। এরপর ৮ হাজার ২০০ টাকা করেছিলাম। এবার তা বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছে।
শেখ হাসিনা আরও বলেন, এটা বেসরকারি খাত, তবুও মালিকদের বলে, অনুরোধ করে, বুঝিয়ে শ্রমিকদের মজুরি আমরা বৃদ্ধি করেছি। সরকারি কর্মচারীদের বেতন মাত্র ৫ ভাগ বাড়িয়েছি। আর গার্মেন্ট শ্রমিকদের বেতন ৫৬ ভাগ বাড়িয়েছি। তাহলে তাদের আপত্তি কোথায়। আন্দোলনকারীদের কারা উসকানি দিচ্ছে এদের খুঁজে বের করা উচিত। তিনি বলেন, ১৯টা শিল্প কলকারখানা তারা ভেঙেছে, এই ধ্বংস কারা করছে। সেটাই খুঁজে বের করা দরকার এবং দেখা দরকার।
দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতিতে মানুষ যাতে কষ্ট না পায়, সেজন্য সামাজিক নিরাপত্তা খাতের মাধ্যমে তার সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষকদের ভর্তুকি দেওয়া হচ্ছে, ১০ টাকা ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেই টাকা দেওয়া হচ্ছে। ২ কোটি ৬২ লাখ কৃষক উপকার পাচ্ছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.