|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।।
প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৩
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোকারম হোসেন দেওয়ান ওরফে লিটন (৫০) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব—৫)
গতকাল শনিবার (১১নভেম্বর) রাতে জয়পুরহাট জেলার সদর থানধীন বঙ্গবন্ধু রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি নওগাঁ জেলার বদলগাছী থানার খাদাইল গ্রামের মৃত মেহেদি হাসানের ছেলে।
র্যাব ৫ এর সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, “গোপন সংবাদের ভিত্তিতে র্যাব —৫ এর অভিযানে মাদক মামলায় দীর্ঘদিন থেকে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোকারম হোসেন দেওয়ান ওরফে লিটনকে গ্রেফতার করা হয়। তার নামে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় ২০১৮ সালে একটি মাদক মামলা হয়।
মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি মোকারম হোসেন দেওয়ান ওরফে লিটনের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর থেকে আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন।
র্যাব এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামি এই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.