|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ডিবির অভিযানে ৩০ বোতল “অফিসারর্স চয়েস” (ভারতীয় মদ) সহ আটক —১
প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৩
গতকাল ১২ নভেম্বর শনিবার, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মার রসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া গ্রাম হতে ৩০ (ত্রিশ) বোতল “অফিসারর্স চয়েস” (ভারতীয় মদ) সহ ১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, “ডিবি পুলিশের এসআই. মোঃ শাহেদ আল মামুন এর নেতৃত্বে; এসআই মোঃ মিজানুর রহমান মিজান, এএসআই মোঃ সাজেদুর রহমান, সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মার রসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া গ্রাম হতে ৩০ (ত্রিশ) বোতল “অফিসারর্স চয়েস” (ভারতীয় মদ) সহ ১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফাতার করে।
গ্রেফাতারকৃত আসামী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) গ্রামের মৃত রামদেও রবিদাস এর পুত্র মোঃ লক্ষন রবিদাস(৩৮)।
তাকে মাদক আইনে মামলা দিয়ে পাঁচবিবি থানায় সোপর্দ করে বলে জানা যায়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.