|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশসহ আহত ৩
প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৩
চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্র্যাপবাহী একটি ড্রাম ট্রাক উল্টে পুলিশের টহল গাড়ীর উপর পড়েছে। এ সময় ঐ গাড়ীতে থাকা দুই পুলিশ সদস্য ও ড্রাম ট্রাকের চালক আহত হয়েছেন এবং পুলিশের গাড়ীটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
রবিবার (১২ নভেম্বর) ভোররাতে উপজেলার পৌরসদরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থায়ীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এবি এন্টারপ্রাইজের স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকটি (চট্টমেট্রো-শ-১১-১৪৮৭) প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ওঠে যায়। পরে উল্টে গিয়ে সামনে থাকা পুলিশের একটি গাড়ী চাপা দেয় ।এতে পুলিশের গাড়ীটিও সড়কের বাইরে চলে যায়। গাড়ীটির পেছনের বেশিরভাগ অংশ দুমড়ে মুচড়ে যায়। অপরদিকে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকটির দুই অংশে বিভক্ত হয়ে যায়।
অন্যদিকে সড়কে স্ক্র্যাপ লোহা ছড়িয়ে পড়লে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্ক্র্যাপ লোহা নিয়ে ট্রাকটি মিরশ্বরাইয়ের বিএসআরএম কারখানায় যাচ্ছিল।
এ ব্যাপারে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ এসআই আলমগীর হোসেন জানান, একটি স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাক উল্টে পুলিশের গাড়ীর উপর পড়ে, গাড়ীটি ক্রেইন দিয়ে সরানো হয়। এতে তিন জন আহত হয়, আহতরা এখন সুস্থ্য আছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.