|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সংবিধান অনুযায়ী যিনি প্রধান মন্ত্রী থাকবেন তার অধীনেই নির্বাচন হবে- কৃষিমন্ত্রী
প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৩
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারীতে অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী যে প্রধানমন্ত্রী থাকবেন তার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার(১০নভেম্বর) সকালে টাঙ্গাইলের মধুপুরে পীরগাছা সেন্ট পলস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বিএনপি-জামায়াত এর সমালোচনা করে বলেন, নির্বাচন বানচাল করতে বিএনপি আবার জ্বালাওপোড়াও ও আগুন সন্ত্রাস করছে। বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করছে। যেকোন মুল্যে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড কঠিন হস্তে দমন করবে আইন শৃংখলা বাহিনী।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে কাজ করবে পুলিশ বাহিনী, সেনাবাহিনীসহ অন্যান্য আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা। তারা সুষ্ঠু সুন্দর গ্রহনযোগ্য নিরপেক্ষ নির্বাচন করবে।
বিএনপির নির্বাচনে আসার বিষয়ে তিনি বলেন, কোন দল নির্বাচনে না আসলে সে জন্য নির্বাচন বৈধ হবেনা এমনটি সংবিধানের কোথায় লেখা নেই। যাদের ইচ্ছে তারা নির্বাচনে অংশ নিবে। তবে আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। তবে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তাদের মানুষ আর ভোট দিবেনা। আওয়ামী লীগ সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছে। মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকেই ভোট দিবে বলেও জানান তিনি।
এর আগে মন্ত্রী স্থানীয়দের সাথে আলোচনা সভা ও পরে মেডিকেল ক্যাম্প ঘুরে দেখেন। দিনব্যাপী
মেডিকেল ক্যাম্পে শতাধিক ডাক্তার চিকিৎসা সেবা দিচ্ছেন। স্থানীয় কয়েক হাজার মানুষ সকাল থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.