|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৩
পল্লীস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন- নানা ষড়যন্ত্র সত্বেও স্বাধীনতা পরবর্তী জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের অর্জন বিস্ময় জাগিয়েছে সারা বিশ্বে। অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতিসহ সামগ্রিক অগ্রযাত্রা দৃষ্টান্ত স্থাপন করেছে জননেত্রী শেখ হাসিনা। এই উন্নয়নকে বাধাগ্রস্থ্য করতে ওই স্বধীনতা বিরোধী সম্প্রদায় ও গণতন্ত্র বিরোধী চক্র আবারও নানাভাবে মাথাচড়া দিয়ে ষড়যন্ত্র করছে। আমাদের সকলের সজাগ থেকে এদের ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। প্রতিমন্ত্রী শুক্রবার বিকালে মনিরামপুর উপজেলার রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের নোয়ালী মরগার মুখ হতে দিকদানার ঘাট পর্যন্ত এক কোটি ৭০ লাখ টাকার ২ কি: মি পিচের রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে ও পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এতে স্থানীয় প্রবীন আওয়ামী লীগ নেতা অব: মাষ্টার হারুন অর রশিদের সভাপতিত্বে ও মশ্বিমনগর ইউপি পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনের সার্বিক পরিচালনায় প্রতিমন্ত্রী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। তাদেরকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে কাজ করতে হবে। যে কোনও সমস্যা, দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য ইতিহাস সৃষ্টিকারী সংগঠন আওয়ামী লীগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইউছুপ আলী, আওয়ামীলীগ নেতা সহকারি অধ্যাপক মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি দীপঙ্কর কুমার হালদার, আওয়ামী লীগ নেতা ইকবাল হাসান শাহিন প্রমুখ। এ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংসঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.