|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ময়লার স্তূপে আগুন
প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৩
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ডায়রিয়া ও আইসোলেশন ওয়ার্ডের বাহিরে ময়লার স্তুূপ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওয়ার্ডে থাকা রুগী ও স্বজনদের মাঝে আতংক ছড়িয়ে পরে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (১০ নভেম্বর) বিকেলের দিকে ওয়ার্ডের বেলকনিতে রাখা ময়লারস্তুূপ ও পুরাতন ম্যাট্রেস থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডায়রিয়া ওয়ার্ড সূত্র জানায়, ওয়ার্ডের একটি কক্ষের পূর্ব দিকের বেলকনিতে রাখা ময়লারস্তুূপ ও কিছু পুরাতন ম্যাট্রেসে আগুন লাগে। এ সময় ওয়ার্ডে ১৫ শিশুসহ মোট ৩০ জন রোগী ছিল। তবে ধোঁয়া দেখে রোগী ও তাদের স্বজনরা দ্রুত ওয়ার্ডের বাইরে বের হয়ে যায়।
ওই ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স রোজিনা খাতুন বলেন, বিকেলের দিকে ওয়ার্ডের একটি কক্ষের বেলকনি থেকে ধোঁয়া উড়তে দেখি। বৈদ্যুতিক শর্টসার্কিট হয়েছে এমন সন্দেহে সাথে সাথে আমরা মেইন সুইচ বন্ধ করে দেই। কিন্তু ধোঁয়া বেশি হয়ে কক্ষের টয়লেটে আগুন ছড়িয়ে পড়ে। রোগীরা দ্রুত ওয়ার্ড থেকে বাইরে বের হয়ে যান। পরে জাতীয় সেবা ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রুগীর স্বজন রোজিনা বেগম বলেন, আগুনের ধোঁয়ায় গোটা ওয়ার্ড আচ্ছন্ন হয়ে পড়ে। রোগীরা ধোঁয়া দেখে বের হয়ে যাওয়ায় কারও কোনও ক্ষতি হয়নি। শুধু পুরাতন কিছু ম্যাট্রেস পুড়ে গেছে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার শরিফুল ইসলাম বলেন, ‘সম্ভবত কোনও রোগীর স্বজন বা অন্য কারও সিগারেট কিংবা কয়েলের আগুন থেকে বেলকনিতে রাখা ম্যাট্রেসে আগুন লাগে। পরে ওই আগুনে টয়লেটের দরজা পর্যন্ত আসে। আমরা খবর পেয়ে দ্রুত পৌঁছে আগুন নিভিয়ে ফেলি। অন্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.শাহীনুর রহমান সরদার জানান, হাসপাতালের ডাইরিয়া ওর্য়াডের অদুরে বিভিন্ন ঔষধের মোড়ক ও ফোমের কিছু স্তুূপ ছিল। সেখানেই কে বা কাহারা সিগারেট অথবা কয়েলের আগুন ফেলে। সেখান থেকেই আগুনের সুত্রপাত। পরে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.