|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
সাভার উপজেলা পরিষদ কার্যালয়ে ছাত্রদলের তালা, ছাত্রলীগের প্রতিবাদ
প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর, ২০২৩
বিএনপিসহ বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে ঢাকার সাভার উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকে ব্যানার ঝুলিয়ে তালা দিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।
ছাত্রদলের পক্ষ থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৭ টায় সজীব রায়হান নামের ফেসবুক আইডি থেকে ১০ মিনিট ৩১ সেকেন্ডের একটি লাইভ ভিডিও প্রকাশ করা হয়। ইতোমধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ব্যানার ঝুলিয়ে তালা লাগানোর পুরো সময়জুড়ে ওই ফেসবুক আইডি থেকে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজীব রায়হান লাইভ করেন।
ফেসবুক লাইভে দেখা গেছে, ছাত্রদল নেতা সজীব রায়হান বিএনপি নেতাদের ছবি সম্বলিত একটি ব্যানার ঝুলিয়ে উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকে অবরোধের সমর্থনে তালা দিচ্ছেন। আরেকজন মোবাইলে এই ভিডিও ধারণ করছেন। অপর আরেকজন একটি মোটর সাইকেলের চালকের আসনে অপেক্ষা করছেন। পরবর্তীতে লাইভ চলা অবস্থায় ওই মোটরসাইকেলে উঠে দ্রুত উপজেলা চত্বর ত্যাগ করেন ছাত্রদল নেতা সজীব রায়হান ও তার দুই সহযোগী।
এ সময় মোটরসাইকেলের ওপর থেকেই লাইভে সজিব রায়হান বলেন, অবশেষে অবরোধের দ্বিতীয় দিনে সাভার উপজেলা পরিষদ ভবনের ফটকে জাতীয়তাবাদী ছাত্রদল তালা লাগিয়ে দিয়েছে। ওবায়দুল কাদের আপনাকে বলতে চাই। আপনারা এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছেন না। আপনারা অতি দ্রুত পদত্যাগ করুন।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, যদি এক দফা দাবি সমর্থন করেন। তাহলে ওই তালা খুলবেন না। আর যদি সমর্থন না করেন ক্ষমতার বড়াই দেখান, তবে বলতে চাই আমার হাতে চাবি আছে। এই চাবিটি নিয়েই ওই তালাটি খুলবেন। আমি পরবর্তী কর্মসূচিতে এই চাবি দেখাব। যদি সুযোগ হয় এর মধ্যেই চাবিটি খোঁজে নেবেন।
যে ভবনে তালা ও ব্যানার ঝুলানো হয়েছে তার দ্বিতীয় তলায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম এবং সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবের দাপ্তরিক কার্যালয় রয়েছে।
এদিকে সাভার উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজীব রায়হানকে অবাঞ্চিত করে তার বাড়িতে তালা দিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ।
উপজেলা পরিষদে তালা লাগানোর পাঁচ ঘন্টা পর সাভার পৌরসভার বক্তারপুর এলাকায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা ওই ছাত্রদল নেতার বাড়িতে তালা লাগিয়ে তাকে অবাঞ্চিত ঘোষণা করে। পাশাপাশি সজিব রায়হানকে পাওয়া গেলে তাকে পুলিশের হাতে তুলে দিতে ছাত্রলীগ কর্মীদের নির্দেশনা দেওয়া হয়।
ছাত্রদল নেতা সজীব রায়হানের এমন কর্মকান্ডের প্রতিবাদে এলাকাবাসীর সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ও সহ-সভাপতি নিজাম উদ্দিন টিপু।
এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, আমরা খোঁজখবর নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে ছাত্রদল নেতা সজীব রায়হানকে আইনের আওতায় আনা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.