|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জের সংগঠক জসিম মোল্লা’র সমাজকল্যাণ পরিষদের ৮ম ব্যাচের প্রশিক্ষণে প্রথম পুরস্কার অর্জন
প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর, ২০২৩
মুন্সীগঞ্জের সংগঠক জসিম মোল্লা'র
সমাজকল্যাণ পরিষদের ৮ম ব্যাচের প্রশিক্ষণে প্রথম পুরস্কার অর্জন
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আয়োজনে "সমাজকল্যাণমূলক সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন " শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচী ২০২৩-২০২৪ অর্থ বছরের ৮ম ব্যাচ ০৫ নভেম্বর থেকে ০৯ নভেম্বর ২০২৩ খ্রি. অনুষ্ঠিত হয়।
আবাসিক এই প্রশিক্ষণটিতে ৮ বিভাগের ২০ টি জেলার ৩৪ জন সমাজসেবা অধিদফতর এর রেজিষ্ট্রেশন প্রাপ্ত সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানটি ০৫ নভেম্বর ২০২৩ খ্রি. সকাল ০৮ ঘটিকায় রেজিষ্ট্রেশন এর মাধ্যমে অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ খায়রুল আলম সেখ, অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উপপরিচালক (মূল্যায়ন) সহযোগী অধ্যাপক ফারহানা আক্তারের সঞ্চালনায় ও নির্বাহী সচিব মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ০৫-০৯ নভেম্বর অনুষ্ঠিত ০৫ দিন ব্যপী প্রমিক্ষণ কোর্সটিতে প্রশিক্ষক হিসেবে ক্লাস নিতেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগন, পাক মূল্যায়ন-২০, আচরণ -১০, গ্রুপ ওয়ার্ক-২০, চুড়ান্ত পরিক্ষায়-৫০ সর্বমোট ১০০ নম্বরেরর মধ্যে ৮৪ নম্বর পেয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জসিম মোল্লা ১ম স্থান অর্জন করেন, ০৯ নভেম্বর অনুষ্ঠিত সমাপণী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অতিরিক্ত পরিচালক মোঃ মোখলেসুর রহমান সভাপতিত্বে ও প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ হারুনার রশীদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ ও সমাপ্তি করেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মোঃ শহিদুল ইসলাম, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোর্স কোঅর্ডিনেটর ফারহানা আক্তার, সহকারী পরিচালক মোঃ মোহিব্বুল্লাহ, ২য় ও ৩ য় স্থান অর্জন করেন ব্রাক্ষণবাড়িয়া জেলার হানিকম সংস্থার মোঃ আমিরুল ইসলাম ও মোঃ শিব্বির আহমেদ। গ্রুপ ওয়ার্কে শ্রেষ্ঠ গ্রুপ নির্বাচিত হয় যমুনা গ্রুপ। প্রতি অর্থ বছরে জাতীয় সমাজকল্যাণ পরিষদ ২২ টি ব্যাচের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকেন, প্রতি ব্যাচের ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের নিয়ে ২ টি ব্যাচে কক্সবাজার / রাঙ্গামাটির মতো পর্যটন এলাকায় নিয়ে রিফ্রেশ প্রশিক্ষণ করে থাকেন,প্রশিক্ষর্ণার্থীদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জের মোঃ আব্দুল লতিফ, আব্বাস উদ্দীন আশিক, পটুয়াখালীর মোশারেফ হোসেন, লক্ষীপুরের বীরমুক্তিযোদ্ধা বনশ্রী পাল, হবিগঞ্জের মোখলেছুর রহমান, মুন্সীগঞ্জের শরিফুল ইসলাম, ঝিনাইদহের সার্জেন্ট অবসরপ্রাপ্ত ফিরোজ আহমেদ ও সার্জেন্ট অবসরপ্রাপ্ত মইনুল হোসেন প্রমূখ অনুষ্ঠানটি মনোমুগ্ধকর নূত্য ও গানের মাধ্যমে সমাপ্ত হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.