|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নাটক ও সাংস্কৃতি চর্চা হউক সমাজ পরিবর্তনের রুচীশীল হাতিয়ার।
প্রকাশের তারিখঃ ৮ নভেম্বর, ২০২৩
বাঁধন থিয়েটার কতৃক বার্ষিক পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৭ নভেম্বর সন্ধ্যা ৮০০ ঘটিকায় বাংলাদেশ সমিতি কার্যালয়, মাই টাওয়ার, গেসেস, ডুবাই এ অনিষ্টিত হয়েছে | সংগঠনের সভাপতি প্রকৌশলী জহুর হোসাইন শাহিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জসিমউদদীন পলাশের পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয় |
নাটক ও সাংস্কৃতি চর্চা হউক সমাজ পরিবর্তনের রুচীশীল হাতিয়ার। এ শ্লোগান নিয়ে বাংলাদেশ সমিতি দুবাইয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হলো নবীনদের বরন,সাংস্কৃতিক অনুষ্ঠান ও অনুশীলন। দীর্ঘ ২৩ বছরের অগ্রযাত্রায় নতুন এবং পুরাতন সবার উপস্হিতিতে সন্মানিত উপদেষ্টা, সদস্যদের যোগদানে অনুষ্টান সফল ভাবে সম্পন্ন হয়েছে ।
(দৈনিক বাংলার অধিকার ডট কমে সবার আগে সর্বশেষ সংবাদ দেখতে ডিজিট করুন)
সন্মানিত প্রধান অতিথি বিশিষ্ট কমিউনিটি নেতা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জনাব ইয়াকুব সৈনিক সাহেব এর উপস্তিতি অনুষ্টানটিকে আরো প্রাণবন্ত করেছে |অতঃপর নবাগত সদস্যহিসেবে বাঁধন থিয়েটারে যারা অন্তর্ভুক্ত হয়েছেন সবাইকে ফুল দিয়া শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় |বাংলাদেশ সমিতি দুবাই এর সভাপতি জনাব ইয়াকুব সৈনিক সাহেব, বাঁধন থিয়েটার এর সকল কর্মকান্ডে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
সংগঠনের বিভিন্ন উন্নয়মূলক ও আগামী সকল কার্যক্রম সফল ভাবে বাস্তবায়ন এর লক্ষে বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য বৃন্দ | পরিশেষ এ সংগঠনের শিল্পীদের মনোজ্ঞ সাস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়া অনুষ্টানটি শেষ হয় |
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.