|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে ৪ ডাকাত আটক সহ মালামাল উদ্ধার
প্রকাশের তারিখঃ ৫ নভেম্বর, ২০২৩
ফরিদপুর আন্ত:জেলার ৪ ডাকাত আটক সহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০৫ নভেম্বর) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান পুলিশ সুপার মো: শাহজাহান।
পুলিশ সুপার জানায়, ফরিদপুর জেলা সদর ও নগরকান্দা উপজেলায় দুইটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন ক্যান্টনমেন্ট থানাধীন মাস্টার টেক গ্রামস্থ গ্রীন ভেলী টাওয়ারের ২য় তলায় অভিযান চালিয়ে ডাকাতদলের সদস্য রুবেল ফরাজী (৩০), মোঃ সোহেল রানা (৩৬), সোহাগ শেখ (২৫) ও মো: আলী হাওলাদার (৩০) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বাড়ী দেশের বিভিন্ন জেলায়। তারা ঢাকায় থেকে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করতো।
এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ৪টি এলইডি টিভি ও ৭টি মোবাইল সেট সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরো জানান, ডাকাতি করার সময় তারা মোবাইল ফোন ব্যবহার করতো না। তারা ইন্টারনেটের মাধ্যমে এ্যাপস ব্যবহার করে নিজেদের সাথে যোগাযোগ করতো, একারনে তাদের অবস্থান নিশ্চিত করা যেত না। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে গ্রেফতার করা হয়। বিকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.