|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন সাংসদ দিদার
প্রকাশের তারিখঃ ৪ নভেম্বর, ২০২৩
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের জোড়ামতল এলাকায় আল আমিন ইসলামীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১১টার সময় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। এসময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেন, সীতাকুণ্ডে প্রায় ৪৯ টি নতুন একাডেমিক ভবন করা হয়েছে। শিক্ষার্থীরা প্রতিবছর সম্পূূর্ণ বিনামূল্যে বই সহ অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীরা পাচ্ছে উপবৃত্তি এবং প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান। যা শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কলাণ্যে সম্ভব হয়েছে। এসময় তিনি আগামী নির্বাচনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ কে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহবান করেন। পাশাপাশি সারাদেশে বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও থেকে রক্ষা পেতে সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে যেন, কোন ভাবে এসব জ্বালাও পোড়াও করে বিএনপি-জামায়াত আর ক্ষমতায় আসতে না পারে। আল আমিন ইসলামীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব জহুরুল আলম চৌধুরী এর সভাপতিত্বে ও আল আমিন ইসলামীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন ও আল আমিন ইসলামীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপারন্টেন্ডেন্ট মাওলানা মোহাম্মদ আবু কায়সার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ ইদ্রিস, কুমিরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তারেক উদ্দিন সিকদার, সাংবাদিক কবির শাহ দুলাল, ইউপি সদস্য মাহাবুব আলম, আলহাজ্ব খোরশেদ আলমসহ প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.