|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মীরসরাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশের তারিখঃ ৪ নভেম্বর, ২০২৩
মীরসরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্যে উপজেলা সহকারী কমিশনার ভুমি মিজানুর রহমানের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ফাল্গুনী সুত্রধর এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, উপজেলা সমবায় অফিসার পল্লবী দাস গুপ্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাঈদ মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা মৎস কর্মকর্তা নাসিম আল মাহমুদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল মামুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই সময় বিভিন্ন অবদানের জন্য ৪টি সমবায় সমিতিকে ক্রেস প্রদান করা হয়।
এই সময় বক্তব্যরা, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল একটি সুখী-সমৃদ্ধ-স্বনির্ভর বাংলাদেশ। সমবায় ছিল তার সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের হাতিয়ার। সমবায়ী এবং সমবায়-সংশ্লিষ্ট সবার ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.