|| ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১লা রমজান, ১৪৪৬ হিজরি
নান্দাইলে জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশের তারিখঃ ৪ নভেম্বর, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে শনিবার সমবায় বিভাগের পক্ষ থেকে র্যালী আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, বীরমুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির, সমবায় অফিসার আবু মুহাম্মদ জাকারিয়া, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সাবেক বিআরডিবি চেয়ারম্যান এনামুল হক বাবুল, সাবেক বিআরডিবির চেয়ারম্যান এএইচএম ইয়াহিয়া সুমন প্রমুখ নেতৃবৃন্দ। ফজলুল হক ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি বৃন্দ যোগদান করেন। এরপূর্বে আনুষ্ঠানিকভাবে অতিথিদের সাথে নিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.