|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ধনবাড়ী চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের কৃষি মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ
প্রকাশের তারিখঃ ৪ নভেম্বর, ২০২৩
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে শুরু হওয়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টে দুই দুইবারের মতো টাঙ্গাইল জেলা চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়ন হওয়ার পর গতকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাত করেন ধনবাড়ী উপজেলা নারী ফুটবল দল এবং কর্মকর্তা বৃন্দ ।
উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা, আলহাজ্ব মাসউদুল আলম উচ্ছল সভাপতি পাইস্কা বালিকা উচ্চবিদ্যাল, সুলতান আহম্মেদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ধনবাড়ী সরকারি কলেজে, তোফাজ্জল হোসেন তালুকদার প্রধান শিক্ষক পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়,কৃষি মন্ত্রীর ব্যক্তিগত সহকারি মাকসুদুল হক মাসুদ
ধনবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুরুল হক নূরু, নিজেরা করি সংগঠন এর কাজল উপস্থিত ছিলেন।
বালিকা (অনূর্ধ্ব-১৭) বিভাগের প্রথম খেলায় ধনবাড়ী উপজেলা (৬-০) গোলে মির্জাপুর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ধনবাড়ী উপজেলার পক্ষে স্ট্রাইকার অন্যন্যা রানী সূত্রধর হ্যাট্রিক করে। এছাড়া রোকসানা, মীম ও ঝর্না আক্তার ওন্যরা ৩টি গোল করে। বালিকা বিভাগে ধনবাড়ী উপজেলার অন্যন্যা রানী সূত্রধর টুর্নামেন্টে মোট ৫টি গোল করে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় এবং গোলরক্ষক তানিয়া সেরা গোলরক্ষ নির্বাচিত হয়।
তথ্যানুসন্ধানে জানা গেছে, গত বছর ঢাকা বিভাগীয় কন্যা শিশুদের ফুটবল টুর্নামেন্টে টাঙ্গাইলকে চ্যাম্পিয়ান তারাই করেছে। একই বছর আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে ময়মনসিংহে অনুষ্ঠিত ধোবাউড়ার বিখ্যাত কলসিন্দুর বালিকা টিমের মুখোমুখি হয়ে খেলেছে তারা।
ফাইনালি
১-০ গোলে হারলেও ক্রীড়া নৈপুন্য দেখিয়েছে।
জে এফ এ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৪ টাঙ্গাইল জেলার হয়ে আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে রাজশাহীতে অনন্যারা খেলেছে অনন্য। শেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত একই টুর্নামেন্টর অনুর্ধ্ব -১২ ফুটবল টুর্নামেন্টের ধনবাড়ীর এই শিশু তারকা দল সেমিফাইনালে গিয়েছিল। কক্সবাজারের বিচ্ ফুটবল টুর্নামেন্টে টাঙ্গাইলের একমাত্র সদস্য ছিল ধনবাড়ীর অনন্যা সূত্রধর।
ফুটবলে তারা টাঙ্গাইলের প্রতিনিধিত্ব করছে। গর্বিত করছে ধনবাড়ীকে। এই কন্যা শিশু তারকারা ধনবাড়ী টাঙ্গাইলের অহংকার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.