|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ১০ ও ১৪ কেজি ওজনের পাঙ্গাশ
প্রকাশের তারিখঃ ৪ নভেম্বর, ২০২৩
কুড়িগ্রামে চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে বিপুল চন্দ্র (৪৪) নামের এক জেলের জালে ১০ ও ১৪ কেজি ওজনের দুটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। পরে মাছ দুটি চিলমারীর মাছ ব্যবসায়ী সাজুর কাছে প্রতি কেজি ৯০০ টাকা দরে বিক্রি করেন ওই জেলে। জেলে বিপুল চন্দ্র উপজেলার শাখাতি গ্রামের বাসিন্দা।
শনিবার (৪ নভেম্বর) বিকেলে ব্রহ্মপুত্র নদের রমনাঘাট এলাকায় এ পাঙ্গাশ মাছ দুটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, ইলিশ মাছ ধরার জন্য ব্রহ্মপুত্র নদে বিপুল চন্দ্রসহ কয়েকজন মাছ ধরতে যান। নদে ইলিশ মাছ ধরা আশায় জাল ফেলালে ওই জালে বড় দুটি পাঙ্গাশ মাছ উঠে আসে। পরে মাছ দুটি স্থানীয় মাছ ব্যবসায়ী সাজু প্রতি কেজি ৯০০ টাকা দরে কিনে নিয়ে যান।
মাছ ব্যবসায়ী সাজু বলেন, ব্রহ্মপুত্র নদে মাঝে মধ্যে ছোট ছোট পাঙ্গাশ মাছ ধরা পড়ে। নদীর পাঙ্গাশ হওয়ায় আমি রমনা ঘাট থেকে বিপুলদের কাছ থেকে এই পাঙ্গাশ মাছ দুটি কিনছি। ১০ কেজি ওজনের মাছটি বাজারে ১১শ টাকা কেজি দরে কেটে বিক্রি করেছি। বড় মাছটি দামাদামি চলছে ১৩শ টাকা কেজি দরে বিক্রি করবো।
স্থানীয় নাহিদ হাসান নলেজ বলেন, ব্রহ্মপুত্র নদে জেলের জালে দুটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। এ মাছ সাধারণত বানিজ্যিক ভাবে চাষ করা হলেও বর্তমানে নদীতে এই প্রথম পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাজির খাঁন বলেন, বানিজ্যিকভাবে পাঙ্গাশ চাষ করে অনেকেই লাভবান হচ্ছে। তবে নদ নদীতে পাঙ্গাশ মাছ ধরা পড়ছে এটা আশার খবর।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.