|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
লালমোহনের কালমায় আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩ নভেম্বর, ২০২৩
ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৩ নভেম্বর ) রাতে ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে লেছ ছকিনা কোরানী বাড়ীর দরজার আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়ে হিন্দু পাড়া হয়ে তোরাবগঞ্জ হয়ে আল্লামা উজির আহমেদ কমপ্লেক্সেরের সামনে দিয়ে কোরানী বাড়ী দরজায় আওয়ামী লীগের কার্যালয় গিয়ে সমবেত হয়।
পরে সেখানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কালমা ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালেম শরীফ।বক্তব্যে আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরেন তিনি। একইসাথে ভোলা-৩ আসন লালমোহন তজুমদ্দিনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের উন্নয়ন তুলে ধরে, এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প নেই এবং লালমোহন তজুমদ্দিনে শাওন ভাইয়ের বিকল্প নেই
তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান ছালেম শরীফ ।
এসময় আরও বক্তব্য প্রদান করেন কালমা ইউনিয়ন ১নং ওয়ার্ড যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম শরীফ, শ্রমিক লীগ কালমা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক আফছার শরীফসহ আরও অনেক।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.