|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
জেল হত্যা দিবসে যুবলীগ নেতা নাহানের শ্রদ্ধা
প্রকাশের তারিখঃ ৩ নভেম্বর, ২০২৩
আজ সকাল ৯ টায় জেল হত্যা দিবস উপলক্ষ্যে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাহিদ আক্তার নাহানের নেতৃত্বে যুবলীগের নেতৃবৃন্দরা শোক র্যালী ও নগরীর কাদিরগঞ্জে অবস্থিত জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামান এর সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন এবং দোয়া করেন।এসময় নাহিদ আক্তার নাহান বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলা ও জাতীয় চার নেতার হত্যা মামলার বিচারের রায় হয়েছে। রায় আংশিক কার্যকর হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড সহ বিদেশে পলাতক আসামীদের দেশে ফিরে এনে রায় কার্যকর করার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। তবে সরকারের এই চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে ওই সমস্ত দেশ যারা খুনীদের নানা অজুহাতে ফেরত দিতে চায় না। এই হত্যাকাণ্ডের নেপথ্যের ব্যক্তি কারা ছিলেন, তাদের দেখতে চায় জাতি। হত্যাকাণ্ডের সুবিধাভোগী ও নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার জন্য কমিশন গঠন এখন সময়ের দাবি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.