|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ ৬ বছরের শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ
প্রকাশের তারিখঃ ২ নভেম্বর, ২০২৩
নওগাঁর মহাদেবপুরে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ৩১ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলার হাতুড় ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ২ নভেম্বর বৃহস্পতিবার নিপেন চন্দ্র বর্মণ ওরফে ভুট্টু (৪০) নামের একজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্ত ভু্ট্টু একই গ্রামের রাজেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে।মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী শিশুটি অন্য ২ শিশুর সাথে বাড়ীর অদূরে অভিযুক্তের দোকানে যায়। এ সময় দোকানদার নিপেন চন্দ্র বর্মণ ওরফে ভুট্টু অন্য ২ শিশুকে ১টি করে চকলেট দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে ভুক্তভোগী শিশুটিকে ৩টি চকলেট দিয়ে দোকানের ভিতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে শিশুটিকে দোকানের ভেতর পালিয়ে যায় ভুট্টু । পরে শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে ঘটনা জানায়। পরে শিশুটির গুরুতর অবস্থায় মঙ্গলবার রাতেই চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাতেই নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।এ ঘটনায় মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃমোজাফফর হোসেন জানান, থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। আমরা চেষ্টা করছি, তাকে দ্রুতই গ্রেফতার করা হবে।
এদিকে স্থানীয় মাতব্বররা ঘটনাটি ধামাচাপা দিতে কয়েক দফায় সালিশ বসানোর চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.