|| ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে গাড়ীতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
প্রকাশের তারিখঃ ১ নভেম্বর, ২০২৩
চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা অভিমুখী রড বোঝাই একটি লরিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার (১ই নভেম্বর) বিকাল ৩টার সময় উপজেলার পৌরসদরস্থ ২নং ওয়ার্ডের পন্থিছিলা এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান দুইজন যুবক একটি মোটরসাইকেল করে এসে হঠাৎ অতর্কিতভাবে লরিতে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও সামনের অংশ পুরোটাই সম্পূর্ণরুপে পুড়ে যায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল), সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ও কুমিরা হাইওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.