|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১ নভেম্বর, ২০২৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি-জামাতের হরতাল, অবরোধের নামে অগ্নিসন্ত্রাস, ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ই নভেম্বর) বিকাল ৫টার দিকে প্রতিবাদ মিছিল টি উপজেলার পৌরসদরস্থ উত্তর বাজার থেকে শুরু হয়ে দক্ষিণ বাইপাস পদক্ষিণ করে সীতাকুণ্ড বাজারে এসে শেষে এক প্রতিবাদ সমাবেশ শুরু হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, ২০১৩-১৪ সালে যেভাবে জামাত শিবিরের নাশকতা থেকে আমরা সীতাকুণ্ডকে রক্ষা করেছিলাম। ঠিক তেমন করে ২০২৩ সালেও আমরা ঐক্যবদ্ধ থেকে এই বিএনপি জামাতের নৈরাজ্য থেকে সীতাকুণ্ডবাসী কে আমরা রক্ষা করতে পারব। তিনি আরো বলেন এখানে ঐক্যের কোন বিকল্প নাই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখবো। তবে তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আশা করছি আমাকে এবার সংসদ নির্বাচনের মনোনয়ন দিবেন। আমাকে যদি নাই দেয় তারপরও আমরা আওয়ামী লীগ ছেড়ে পালিয়ে যাবো না। আগামী সংসদ নির্বাচনে যেই মনোনয়ন পাক না কেন আমরা সবাই একে অপরে ঐক্যবদ্ধ হয়ে নৌকার মাঝির জন্য কাজ করবো এবং সুন্দর সুশৃংখল ঐক্যবদ্ধ একটা সীতাকুণ্ড উপহার জননেত্রী শেখ হাসিনাকে দিতে পারব বলে আশা করি ইনশাআল্লাহ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড পৌরমেয়র ও পৌর আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদলিউল আলম, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, মুরাদপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি মোঃ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলানী, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রায়হান উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শ্রম-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এজেএম মহসিন জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক, বিজয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাঈদ মিয়া, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহউদ্দিন চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সদস্য ময়মুন উদ্দিন মামুন, আইয়ুব আলী, আবুল কালাম আজাদ, সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াস কাঞ্চন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিপন মাহমুদ, মুরাদপুর ইউনিয়ন তাঁতিলীগের আহ্বায়ক ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শাহিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতিলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.