|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
এমপি দিদারুল আলমের নেতৃত্বে মোটর শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১ নভেম্বর, ২০২৩
চট্টগ্রামে দিদারুল আলম এমপির নেতৃত্বে বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের নামে আগুন সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটিগেট থেকে সীতাকুণ্ড পৌর সদর পর্যন্ত মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় মোটরসাইকেল, কার ও মাইক্রো যোগে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় সীতাকুণ্ড উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। বুধবার (১ই নভেম্বর) সকাল ১১টার সময় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শোভাযাত্রাটি শুরু হয়ে সীতাকুণ্ড পৌরসদরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন এর সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেন, আবারও হরতাল-অবরোধ ডেকে মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলছে বিএনপি-জামায়াত। সীতাকুণ্ডে অতীতে এরা যে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য চালিয়েছিল তা আর হতে দেবো না। তিনি আরও বলেন, এদের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভাবনীয় উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করে বিএনপি-জামায়াত আগামী নির্বাচন কে বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে। এ দেশের শান্তি প্রিয় মানুষ তাদের প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করার জন্য প্রস্তুত। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড পৌরমেয়র ও পৌর আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র হারাধন চৌধুরী (বাবু), কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো, উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মোফাক্কর চৌধুরী, মাহবুব মেম্বার, সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাশেম ভূঁইয়া, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সৈয়দপুর ছাত্র লীগের সভাপতি মেজবা উদ্দীন রানা,বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজান, সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল উদ্দীন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি দুলাল চন্দ্র দে, উত্তর জেলা কৃষকলীগের সহ-সভাপতি শওকতুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব জোবায়ের হোসেন জিকু, মেজবা উদ্দীন চৌধুরী মিঠুসহ প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.