|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে সাত টি ককটেল উদ্ধার সহ আটক ১৪
প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৩
দলীয় নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবি আদায়ে সারাদেশে সর্বাত্মক তিন দিনের অবরোধের ডাক দেয় বিএনপি। মঙ্গলবার ৩১আক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বিএনপির ডাকা তিন দিনের অবরোধের সমর্থনে প্রথম দিন মঙ্গলবার ৩১ অক্টোবর সকাল ৯টা ১০ মিনিটের সময় উপজেলার সিটি গেইটস্থ সলিমপুর ইউনিয়নের পাক্কার মাথা এলাকায় ৫০/৬০জন বিএনপির নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে নাশকতা চালিয়ে বেশকিছু গাড়ী ভাংচুর করে ও পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল ছুঁড়ে পাল্টা পুলিশও তাদেরকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে, এসময় পুলিশ ধাওয়া দিয়ে ১৪ জন কে আটক সহ একটি টয়লেটের পাশ হতে কালো পলিথিন থেকে ৭টি তাজা ককটেল উদ্ধার করে। এ ব্যাপারে আকবরশাহ্ থানার অফিসার ইনচার্জ ওয়ালী আকবর বলেন, আজ সকালে অবরোধ চলাকালে পিকেটাররা সলিমপুর ইউনিয়নের পাক্কার মাথা এলাকায় মহাসড়কে হঠাৎ অবস্থান করে একটি যাত্রীবাহী বাস, ট্রাক ও প্রাইভেটকার ভাংচুর করে। এ ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে ও ৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সকাল থেকে মালবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ী চলাচল স্বাভাবিক ছিল। রিকশা-ভ্যান, অটো রিকশা, লেগুনাসহ স্থানীয় যান চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার বাস চলাচল দুপুরের পর থেকে বাড়তে থাকে। তাছাড়া শিল্পকারখানা সরকারী বেসরকারী অফিস আদালত খুলেছে। প্রতিদিনের মতো উপস্থিতিও লক্ষ্য করা গেছে। শিল্পপ্রতিষ্ঠানে কাজ কর্ম স্বাভাবিক। অধিকাংশ দোকানপাট ও বিপণী-বিতান খুলছে। রাস্তায় মানুষের চলাচলও কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে গনপরিবহন ও মানুষের যাতায়াত বৃদ্ধি পেতে দেখা যায়। পাক্কার মাথা ব্যতিত আর কোথাও অবরোধের সমর্থনে মিছিল, নাশকতার খবর শুনা যায়নি। রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ, বিজিবি, আনছার, র্যাব এর টহল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান লক্ষ করা গেছে। যাতে সড়কে কোন ধরণের নাশকতা করতে না পারে। এদিকে মোটরসাইকেল সৌভাযাত্রা, মহাসড়কে অবরোধ বিরোধী মিছিল, অবস্থান সহ সংক্ষিপ্ত সমাবেশের মধ্যেদিয়ে সীতাকুণ্ডে পালিত হয়েছে কেন্দ্র ঘোষিত বিএনপি-জামায়াতের নাশকতা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের মিছিল, শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকে উপজেলার সৈয়দপুর, বারৈয়ারঢালা, বাঁশবাড়িয়া, কুমিরা, বাড়বকুণ্ড সহ পৌরসভার কলেজ রোডের সামনে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মহাসড়কে অবস্থান নিতে দেখা যায়। এছাড়াও উপজেলার সলিমপুর ইউনিয়ন ও সিটি গেইট এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের নেতৃত্বে বিশাল শোডাউন ও সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভূঁইয়ার নেতৃত্বে অবরোধ বিরোধী মিছিল করতে দেখা যায়। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বের হয় আলাদা আলাদা মিছিল। এসময় বক্তারা বলেন, বিএনপি-জামায়েত অবরোধের নামে সীতাকুণ্ডে জনবিরোধী কোন কর্মকান্ড করলে সীতাকুণ্ডবাসীকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন তাদের প্রতিহত করবে। জননিরাপত্তা দিতে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ সবসময় রাজপথে থাকবে। ২০১৩-১৪ সালের মতো তাদের অগ্নিসন্ত্রাস করতে দেওয়া হবে না। কোন অপশক্তি কে সীতাকুণ্ডের এক ইঞ্চি মাটি ও দখল করতে দেওয়া হবে না। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকবে।বিএনপি-জামায়াত দেশব্যাপী অবরোধের নামে নৈরাজ্য করলে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.