|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঢাকার মহাসমাবেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ জেলা শাখার মানববন্ধন ও সমাবেশ
প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৩
- ঢাকায় বিএনপির মহাসমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ বিএনপির সমাবেশস্থলে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলায় অংশগ্রহণকারী সন্ত্রাসীদের গ্রেফতার, আহত সাংবাদিকদের চিকিৎসার সুব্যবস্থা ও ক্ষতিপূরণের দাবি জানান। অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয় মানববন্ধনে।
বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ খালেদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব রাজ বিপিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, তোফাজ্জল নোবেল, সামদানি বাপ্পি, মিজানুর রহমান মিজান, খাইরুল বাশার, আরিফুল ইসলাম হাবিব, আমিনুল, রুকন সোহেল, সোহাগ, হোসাইন প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.