|| ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রমজান, ১৪৪৬ হিজরি
লালমোহনের কালমায় আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৩
ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) রাতে ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে লেছ ছকিনা দারুসচ্ছুন্নাহ দাখিল মাদরাসার সামনে থেকে উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়ে একতা বাজার প্রদক্ষিণ করে বাজারের পশ্চিম মাথায় গিয়ে সমবেত হয়।
পরে সেখানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কালমা ইউনিয়ন ১নং ওয়ার্ড ইউপি সদস্য মো. নাজিম উদ্দিন।
বক্তব্যে আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরেন তিনি। একইসাথে ভোলা-৩ আসন লালমোহন তজুমদ্দিনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের উন্নয়ন তুলে ধরে, এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প নেই এবং লালমোহন তজুমদ্দিনে শাওন ভাইয়ের বিকল্প নেই
তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান নাজিম উদ্দিন ।
এসময় কালমা ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহে আলম মেম্বার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিন্টু ফরাজী, ১নং ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগসহ অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.