|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দুমকিতে জরাজীর্ণ ভবনে পলিথিন টাঙ্গিয়ে চলছে পোস্ট অফিসের!
প্রকাশের তারিখঃ ২৪ অক্টোবর, ২০২৩
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় জরাজীর্ণ ভবনে পলিথিন টাঙ্গিয়ে চলছে পোস্ট অফিসের সেবা। দুমকি উপজেলা সদরের প্রধান ডাকঘরটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে এবং বৃষ্টির পানি থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র রক্ষা করতে পলিথিন টানিয়ে চলছে দাপ্তরিক কাজ। ফলে এলাকার গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
২৪.১০.২৩ইং তারিখ রোজ মঙ্গবার সরেজমিনে দেখা গেছে, ভবনটির দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। ছাদের ও ছাদের ভিমের প্লাস্টার উঠে গিয়ে রডগুলো বের হয়ে আছে। বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে ভেতরে পূর্ব-দক্ষিণ কোণে টানানো হয়েছে পলিথিন।
এ ব্যাপারে ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
রানার মোঃ ইবরাহীম হাওলাদার বলেন, সবসময় আমরা আতঙ্কে থাকি এই বুঝি পলেস্তারা খসে পড়লো। কি কি সেবা দেয়া হয় এ ডাকঘর থেকে এমন প্রশ্নের জবাবে ব্যাংক এশিয়া'র ব্যাবস্থাপনা পরিচালক আহসান রনি জানান, ডিজিটাল ডাক সার্ভিসের পাশাপাশি সব ধরনের ডাক সার্ভিস দেয়া হয়। এ ছাড়াও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমও চালু রয়েছে। প্রায় ২৫ থেকে ৩০ জন ছাত্র-ছাত্রী নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করছে।
এ বিষয়ে পোস্ট মাস্টার নগেন চন্দ্র পালের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি এখানের ভবনটি সংস্কারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আবেদন করেছেন।
ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে কোন লিখিত আবেদন আমি পাইনি।
লিখিত আবেদন পেলে তদন্ত সাপেক্ষে ভবণটি সংস্কারের যোগ্য নাকি নূতন করেই আরেকটি ভবণ নির্মাণ করতে হবে এমন সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য , বিভিন্ন কর্মকান্ডের সাথে গতিশীল রেখে ডাক বিভাগের অর্থায়নে উপজেলা সদরে ১৯৮১ সালের ১২ জানুয়ারি এ ভবণটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন কেবিনেট সচিব এম কেরামত আলী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.