|| ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
জয়পুরহাট রেলষ্টেশন এলাকা হতে অপহরণকারীসহ ভিকটিম উদ্ধার।।
প্রকাশের তারিখঃ ২৪ অক্টোবর, ২০২৩
জয়পুরহাট সদর থানার সাধারণ ডায়রী সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর সন্ধ্যায় জয়পুরহাট সদর থানাধীন খঞ্জনপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা মোছাঃ সাবিলা আক্তার জান্নাতি (১৬) নিখোঁজ হয়। বিভিন্ন স্বজনের বাড়িতে খোঁজা খুঁজি করে না পেয়ে ওই দিনই ভিকটিমের মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করতে পুলিশ গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। পরবর্তীতে ২৩ অক্টোবর ২০২৩ তারিখ আনুমানিক দুইটা ২০ মিনিটের দিকে জয়পুরহাট রেলষ্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট র্যাব ক্যাম্পের অপারেশন দলের অধিনায়ক মেজর মোঃ শেখ সাদীকের নেতৃত্বে একটি চৌকুষ আভিযানিক দল কর্তক ভিকটিম মোছাঃ সাবিলা আক্তার জান্নাতি (১৬) কে উদ্ধার করে এবং সন্দেহজনক অপহরণকারী দিনাজপুর জেলারপার্বতীপুর উপজেলার পশ্চিম হুগলিপাড়া গ্রামের মোঃরবিউল আক্তারের পুত্র মোঃ তাওফিক রহমান নিশান (১৮)কে আটক করতে সক্ষম হন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.