|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোনাগাজীতে ২শতাধিক মানুষকে দুর্গাপূজার উপহার প্রদান করেন- পুনাক সভানেত্রী নুসরাত চৌধুরী।
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৩
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনীর সোনাগাজীতে জেলেপাড়ায় সুবিধা বঞ্চিত ২শতাধিক নারী পুরুষ ও শিশুদের মাঝে শাড়ী লুঙ্গি ও জামাকাপড় উপহার হিসেবে বিতরণ করেন- পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) সভানেত্রী নুসরাত রহমান।
২২শে অক্টোবর (রবিবার) দুপুরে উপহার বিতরণ কালে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম এর সভাপতিত্বে এতে
বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার সোনাগাজী সার্কেল তসলিম উদ্দিন, ওসির সহধর্মিণী উম্মে হাবিবা উর্মি, স্বেচ্ছাসেবী সংস্থা সহায় এর সভাপতি মঞ্জিলা মিমি। সোনাগাজী মডেল থানার এস আই মাহবুব আলম সরকার এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সোনাগাজী মডেল থানার কর্মকর্তা বৃন্দ ও চরছান্দিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনীর পুলিশ সুপার জাকির হোসেন এর সহধর্মিণী নুসরাত রহমান হিন্দু সম্প্রদায়ের লোকদের দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.