|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাভারের মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৩
সাভারের আশুলিয়ায় ২৫ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন নারীর কোলে জন্ম নিয়েছে ফুটফুটে ছেলে সন্তান। তবে শিশুটির পিতার কোনো খোঁজ পাওয়া যায়নি।
২৩ অক্টোবর, সোমবার ভোরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় সালাম ফিলিং স্টেশনের পাশে রাস্তায় জন্ম গ্রহণ করে শিশুটি। পরে মা ও সন্তানকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুখী নামের ওই নারী লালমনিরহাট জেলার হাতি বান্দা থানার দেওয়ানী নিজ গট্টী গ্রামের দরোগা আলীর মেয়ে। তিনি দীর্ঘদিন আশুলিয়ার টঙ্গা বাড়িসহ বিভিন্ন স্থানে থাকতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন নারী ওই এলাকায় কিছুদিন পর পর দেখা যেতো এবং সে নবীনগর-বাইপাইলসহ বিভিন্ন জায়গায় থাকতো। হঠাৎ স্থানীয়রা দেখতে পায় তার অস্বাভাবিক আচরণ।
গতকাল মধ্য রাত থেকে প্রসব ব্যথা উঠার পর স্থানীয় লোকজনের সাহায্যে শিশুটি জন্ম নেয়। পরে আজ সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়৷
চিকিৎসারা জানান, প্রসূতি নারী কিছুটা অসুস্থ থাকলেও এখন সুস্থ রয়েছে। এছাড়া বাচ্চাটির অবস্থা স্বাভাবিক রয়েছে। তাদেরকে উপজেলা সমাজসেবা দপ্তরের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.