|| ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে পূজা মন্ডপে ডিআইজির উপহার
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৩
মিরসরাইয়ে পূজা মন্ডপ গুলোতে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এ উপহার পাঠানো হয়। সোমবার (২২অক্টোবর) রাতে উপহার সামগ্রী মন্ডপে মন্ডপে পৌঁছে দেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন ও জোরারগজ্ঞ থানার অফিসার ইনচার্জ জাহেদ হোসেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ফল ও মিষ্টি।
পুলিশের পক্ষ থেকে উপহার পেয়ে খুশি মন্ডপের পূন্যার্থীরাও। মসজিদিয়া পুজা মন্ডপের সভাপতি দিলিপ শর্মা বলেন, এ প্রথম বারের মতো পুলিশের পক্ষ থেকে তাদের মন্ডপে পুলিশের পক্ষ থেকে উপহার পাঠানো হয়। এটি সত্যি আনন্দের। মিরসরই কেন্দ্রীয় জগদ্বীশ^রী কালী বাড়ি কমিটির সাধারণ সম্পাদক জহরলাল নাথ অভি বলেন, পুলিশের পক্ষ থেকে উপহার পাঠানোর বিষয়টি সত্যি আনন্দের। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন সম্প্রদায়ের জন্য উপহার পাঠানোয় ডিআইজি নুরে আলম মিনাকে ধন্যবাদ জানান তিনি।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, পূজায় সার্বিক আইনশূঙ্খলা দেখাশুনা করতে গিয়ে সনাতন সম্প্রদায়ের মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে ডিআইজি মহোদয় মন্ডপ গুলোতে উপহার পাঠান এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.