|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সাগর উত্তাল, পায়রা বন্দরে সতর্ক সংকেত
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৩
২৩ অক্টোবর : পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
নিম্নচাপটি সোমবার সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭১০ কিলোমিটার, চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৪০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮০০ কিলোমিটার ও মোংলা সমুদ্র বন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিনপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
তাই দেশের সব সমুদ্র বন্দর সমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.