|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে আওয়ামীলীগ নেতার পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ বিতরণ।
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ৩২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব বিপুল উৎসাহ ও উদ্দীপনা জাকজমক পূর্ণভাবে পালিত হচ্ছে ।নান্দাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা সহ সার্বিক বিষয় পর্যবেক্ষণের জন্য করা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং পূজামণ্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া,অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল মোহাম্মদ সুমন মিয়া,নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল,নান্দাইল মডেল থানা অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান,ও ওসি তদন্ত ওবায়দুর রহমান।এদিকে
রবিবার(২২অক্টোবর) গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা ও ১৫৪ ময়মনসিংহ ৯ নান্দাইল নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টার উপজেলা খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজারে পূজামণ্ডপ গুলো পরিদর্শন করেন পরে উপজেলা সদর সকল মন্ডপ গুলো পরিদর্শন করেন এবং তার মধ্যে ৫টি মণ্ডপে প্রতিটিতে ১০ হাজার করে ও বাকী প্রতিটিতে ৫ হাজার করে নিজস্ব উদ্যোগে অনুদান প্রদান করেন এবং শুভেচ্ছা বিনিময় সহ সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করেন।এসময় উপজেলা পূজা মণ্ডপ নেতা শ্রী বাচ্চু সাহা প্রতিটি মণ্ডপ ঘুরে ঘুরে পরিদর্শন করান।এসময় সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল ওয়াদুদ ভুইয়া,বঙ্গবন্ধুর নৌকার সমর্থক গোষ্ঠীর নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজকাঞ্চন
রেজা,আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক, নুরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধার সন্তান আবুল বাসার সহ বিভিন্ন ইউনিয়নের বঙ্গবন্ধুর নৌকা সমর্থকগোষ্ঠীর নেতৃবৃন্দ। এ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.