|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৩
নওগাঁয় শারদীয় দূর্গপূজা উপলক্ষে নওগাঁয় সনাতন ধর্মাম্বলীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে নওগাঁ সদর থানা পুলিশ। নওগাঁ সদর থানা চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এহসানুর রহমান ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান ও সদর থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান, বিশিষ্ঠ ব্যবসায়ী দীপক কুমার দেব মানবাধিকার কর্মী চন্দন কুমার দেব। এছাড়াও, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সম্পাদক শফিক ছোটন, জেলা সাংবাদিক ইউনিয়নে সভাপতি এস.এম আজাদ হোসেন মুরাদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রায় চার শতাধিক হতদরিদ্র সনাতন ধর্মাম্বলীদের শাড়ি বিতরণ করা হয়। শাড়ি পেয়ে খুশি হতদরিদ্র সনাতন ধর্মাম্বলী মানুষরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.