|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চালুয়াহাটি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহিন
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৩
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন যশোর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মুসার জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুজ্জামান শাহিন। এসময় পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি দূর্গা উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি। সোমবার বিকালে চালুয়াহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকার এসব পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন কালে তিনি সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজা মন্ডপে তার নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতা হিসেবে নগত অর্থ প্রদান করেন। এ সময় কামরুজ্জামান শাহিন বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। পূজা মন্ডপ পরিদর্শনের তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে কামরুজ্জামান শাহিন নেংগুড়াহাট বিএনপি'র আঞ্চলিক অফিস উদ্বোধন করেন এবং তার চাচা ইউনিয়ন বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান বজলুর রহমানের কবর জিয়ারত করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.