|| ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
কলাগাছিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা ও হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৩
পটুয়াখালীর কলাগাছিয়া ইউপির কলাগাছিয়া বাজার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা পূজা উপলক্ষ্যে এক বিশাল হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।২২ অক্টোবর রবিবার উক্ত ইউনিয়নের কলাগাছিয়া বাজার সংলগ্ন মাঠে সন্ধ্যার পূর্বে এ হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়।একই দিন বিকালে কলাগাছিয়া নদীতে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যােগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।পরে রাতে এ নৌকা বাইচ প্রতিযোগিতার ও হা-ডু-ডু খেলার বিজয়ীদের মাঝে ১ টি ফ্রিজ ও ২ টি এলএইডি টিভি পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুহাম্মাদ শাহীন, চেয়ারম্যান, গলাচিপা উপজেলা পরিষদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছিম রেজা, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন ও বাংলাদেশ আওয়ামী লীগ, গলাচিপা উপজেলা শাখার সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান। উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুল ইসলাম মাইনুল সিকদার,চেয়ারম্যান, ৯ নং কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.