|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ময়মনসিংহে বাংলাদেশ প্রেস ক্লাবের সভায় ১১ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহতের স্মরণে ১ মিনিট নীরবতা পালন
প্রকাশের তারিখঃ ২১ অক্টোবর, ২০২৩
বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগের সভাপতি জনাব শামীম তালুকদারের উপস্থিতিতে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠনের দ্বিতীয় মতামত সভা অনুষ্ঠিত হয় ।
সভায় উপস্থিত ছিলেন, ময়মনসিংহের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সকল সাংবাদিক বৃন্দ একটি আর্দশিক প্রেসক্লাব গঠনে ঐক্যমত পোষণ করেন । ‘‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতায় সর্বস্তরের সাংবাদিক জাগো’’ শ্লোগানে বাংলাদেশ প্রেসক্লাবের ‘জনগনের জন্য সাংবাদিকতা সাংবাদিকতায় নিরাপত্তা’ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে একটি আর্দশিক প্রেসক্লাব গঠনে সকলে সহমত পোষণ করেন।
এসময় উপস্থিত সাংবাদিকরা ফিলিস্তিনি মানুষের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এর মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন ১১ জন ফিলিস্তিনি সাংবাদিক। নিহতদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সেই সাথে ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.