|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার পালাখাল উ”চ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন
প্রকাশের তারিখঃ ২১ অক্টোবর, ২০২৩
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উ”চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ভবনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটোয়ারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুন্নাহার ভূইয়া। এসময় উপ¯ি’ত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, সাবেক সদস্য রৌনকআরা রত্না , কাদলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা শহীদ ও সাধারণ সম্পাদক কাজল রেখা, স্বে”ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাসেল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, অভিভাবক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছবি ঃ কচুয়ার পালাখাল উ”চ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.