|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাইকগাছার মাহমুদকাটি শ্মশান কালী মন্দিরের শিলান্যাস করলেন সিনিয়র সচিব-তপন কান্তি ঘোষ
প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২৩
পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরে মাহমুদকাটীর মহা শ্মশান কালীমন্দিরের শিলান্যাস করলেন বানিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। ২০ অক্টোবর শুক্রবার বিকেলে মাহমুদকাটীস্থ সার্বজনীন মহা শ্মশান প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে তিনি এ শিলান্যাস করেন। শুরুতে গাঁজায় ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। রাজীব গাঙ্গুলীর সঞ্চালনায় শিলান্যাস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবঃ প্রধান শিক্ষক গনেশ চন্দ্র ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন,সহকারী কমিশনার তৌহিদ রেজা,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ সেলিম,অবঃ শিক্ষক নির্মল চন্দ্র ভদ্র,নিতাই পাল,গৌবিন্দ বসু ও সমীরন দে । ৮ গ্রামের সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন কালী মন্দিরের সম্পাদক প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস,আয়োজক কমিটির সভাপতি প্রভাষক স্বপন কান্তি,প্রেমচাঁদ ভট্টাচার্য,সাবেক ইউপি সদস্য পরমানন্দ মন্ডল,রনজিৎ কুমার দে,বাসুদেব রায়,ইউপি সদস্য জয়ন্তী বিশ্বাস,স্মমিতা, আঞ্জুয়ারা,আজিজুল খাঁন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.