|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ২ লাখের বেশি আনসার মোতায়েন করা হয়েছে।
প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২৩
সারাদেশে দুই লাখ ১৫ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজা- উপলক্ষে দেশের ৩২ হাজার ৮৪৫টি পূজা মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন এসব আনসার-ভিডিপি সদস্যরা।
শুক্রবার (২০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরের উপপরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) মো. জাহিদুল ইসলাম।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) থেকে প্রয়োজনীয় বিফ্রিং, ট্রেনিং ও প্রয়োজনীয় প্রস্তুতি শেষে আজ শুক্রবার (২০ অক্টোবর) থেকে সারাদেশের পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের মোতায়েন করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা- ২০২৩ উপলক্ষে ৭ হাজার ৭৯৬টি মণ্ডপকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ধরনের পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে ৮ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।
এছাড়াও ১১ হাজার ৫৯৯টি ‘গুরুত্বপূর্ণ’ ও ১৩ হাজার ৪৫০টি সাধারণ পূজা মণ্ডপে ৬ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন বলেও জানিয়েছেন তিনি। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এসব আনসার-ভিডিপি সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
এদিকে, পূজা চলাকালীন ৬৪টি জেলায় যেকোনো আপদকালীন মোতায়েনের জন্য রেঞ্জের অধীন ব্যাটালিয়নসমূহে ৬৪টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরের কন্ট্রোল রুমের নম্বরে
(০১৭৭৭৭৭৯৪৮৩ এবং ০১৭৭৭৭৭৯৪৮৪) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.